Posts

Showing posts from May, 2018

The most HORROR MOVIES of all time!!

Image
•The Exorcist collection (1973-2005) Most horror fans swear by the original 1973 classic. IMDb rated it 6-8% and Rotten Tomatoes gave 75 to 86%. It is a bone chilling movie with superb directions and make up and spine chilling background music. Though this is what classic horror is rather than using sound effects to create horror as they do in modern movies. Thus none of the sequels and prequels managed to live up to that one scene, the Exorcist franchise panning 5 of the creepiest horror movies is a must-watch tonight. •1408 (2007) Based on a short story of the same name by Stephen King, this psychological horror creates a lasting impression. IDMb rated it 6.8 and Rotten Tomatoes gave 79%. Well the evil only possess that people whose minds are very weak. It has nothing with ghosts. But what gives this movie so much credit is the story. It's unique. It was kind a new story. Not a guy is chasing a ghost and all. If you try to see the power to will to live, you

হঠাৎ একদিন

বৃষ্টির জলে ঝাপসা চশমার কাঁচটা মুছিনি তখনো বেশতো লাগছে সবকিছু রাস্তাগুলো আজ বেশ অন্যরকম যেন নতুন কিছু দেখার নেশা চেপে বসেছে শরীর জুড়ে আধো আলো, আধো কুয়াশায় ভরা মানুষগুলো বেশ আদুরে বেশ মোহময় ঠোঁটজুড়ে লেগে থাকা হাসিগুলো অমলিন প্রতিটা দিন যেন এক রূপকথার স্বপ্নপুরী প্রতিটা বিকেল ছন্দময় প্রতিটা সন্ধ্যে মিলনাত্মক আর প্রতিটা রাত? যেন শুধুই নতুন ভোরের অপেক্ষায় ব্যগ্র . . . . . . কিন্তু প্রকৃতির নিয়ম ঝাপসা কাঁচে আবছা দৃষ্টি বাস্তবতার প্রবল ধাক্কায় টালমাটাল পা দুটো সামলে চশমাটা মুছে সামনে তাকাতেই............. খসে পড়ে মুখোশগুলো                                                                                      ------------ @দেবাঙ্গনা

নাম

Image
তুমি বা আমি একই পথের পথযাত্রী, পায়ে পায়ে হেঁটে আমাদের এই পথ চলা, কিন্তু এই পথ চলা কি কারনে বা কেন এই একই পথে চলা তার কোনো বৈজ্ঞানিক  ব্যাখ্যা নেই, পথ চলার কোনো নাম নেই। নাম দিয়ে হয়তো সীমাবদ্ধ হতে পারেনা এটা। যেমন ঘুটঘুটে অন্ধকারে রাস্তাতে একটা নিয়নবাতি জ্বলে আর সেটার যেমন সঠিক নাম দেওয়া যায়না, ঠিক তেমন... অন্ধকার রাস্তার ওই ছোট্ট আলোটা যেমন অনেক ছবি তৈরি করে; যেমন কখনো মনে হয় পাখি উড়ে যাচ্ছে আবার কখন সাপ চলে যাচ্ছে বা আমার কখনো মনে হয় একটা নদী বয়ে চলেছে কখনো বা মনে হয় দুটো পাখি ঠোঁট এঁঠো করে চুমু খাচ্ছে, কিন্তু এগুলো তো নামহীন, আর আমরা চাইলেও নাম দিয়ে তা বন্দি করতে পারিনা। কিন্তু আমরা এই পথ চলা টা কে একটা সম্পর্ক বলতে পারি। অতঃপর মোদ্দাকথা হলো ভালোবাসি, এই সম্পর্ক টা ভালোবাসি। ভালোবাসি-ভালোবেসো...                                                                           ------- Copyright ©️ Phoenix Esa. Photo credit:  Pixabay

HOLLYWOOD movie to WATCH before you DIE!!!

Image
1. Avengers: Infinity War (2018) 149 min | Action, Adventure, Fantasy Directors: Anthony Russo, Joe Russo Stars: Robert Downey Jr., Chris Hemsworth, Mark Ruffalo, Chris Evans, Scarlett Johansson, Benedict Cumberbatch, Don Cheadle, Tom Holland, Chadwick Boseman, Paul Bettany, Elizabeth Olsen, Anthony Mackie, Sebastian Stan, Danai Gurira, Letitia Wright, Dave Bautista, Zoe Saldana, Josh Brolin, Chris Pratt Gross: $338.33M Ratings: 9.0 Plot: Iron Man, Thor, the Hulk and the rest of the Avengers unite to battle their most powerful enemy yet -- the evil Thanos. On a mission to collect all six Infinity Stones, Thanos plans to use the artifacts to inflict his twisted will on reality. The fate of the planet and existence itself has never been more uncertain as everything the Avengers have fought for has led up to this moment. 2. Coco (I) (2017) 105 min | Animation, Adventure, Comedy Directors: Lee Unkrich, Adrian Molina Stars: Anthony Gonzalez, Gael Garc

অকাব্য

Image
                                                                                                                    অপ্রেম ৫ বছর হতে আর কয়েকদিন বাকি,দেখেছিলাম সেই ১৪ সালে জানুয়ারি তে,প্রথম দেখে কিছুই অনুভূতি হয়নি,কথাটাও বলিনি ঠিক করে,সেও বলেনি,হয়তো অচেনা বলে ,কিছুদিন পর থেকে স্বাভাবিক ভাবে কথা বলা শুরু হয়,আমি তখন তার কাছে স্বাভাবিক হতে পারিনি,কি জানি কেন! আর অন্য দিকে সে নিজের কথা বলতে শুরু করলো। সে খুব সহজেই বন্ধুত্ব তৈরি করতে পারতো আর আমি সেই পর্যায়ের চুপচাপ.. কিছু দিন পর দেখি তার চোখে জল,কারন জানতে চাইলাম,সে কিছুই বললো না, বেশ কিছু দিন কেটে যায়,আমিও আর কিছু জানতে আগ্রহ দেখাই না, বহুদিন বছর কেটে যায় আর আমারা শুধুই বন্ধু হয়ে থেকে যাই.. মাঝে সাজে কথা হতো আবার হতো না... তারপর অনেকদিনের বিরতি কথা হতো না আর আমার ও তাকে খুব একটা মনে পড়তো না, হঠাৎ একদিন ও নিজে থেকেই বলতে শুরু করলো সব, জানতে পারলাম ওর সম্পর্কের কথা,অবশ্য সেটা অতীত,সে তার ভালোবাসার জন্য কি কি করেছিল। কিন্তু পরিবর্তে পেয়েছে শুধুই অবহেলা... আমি তাকে বললাম কেন করেছিলে এমন,সে চুপ ছিলো,জেদের কারনে সে আজ পরাজিত,