নাম



তুমি বা আমি একই পথের পথযাত্রী,
পায়ে পায়ে হেঁটে আমাদের এই পথ চলা,
কিন্তু এই পথ চলা কি কারনে বা কেন এই একই পথে চলা তার কোনো বৈজ্ঞানিক  ব্যাখ্যা নেই, পথ চলার কোনো নাম নেই।

নাম দিয়ে হয়তো সীমাবদ্ধ হতে পারেনা এটা।
যেমন ঘুটঘুটে অন্ধকারে রাস্তাতে একটা নিয়নবাতি জ্বলে আর সেটার যেমন সঠিক নাম দেওয়া যায়না, ঠিক তেমন...
অন্ধকার রাস্তার ওই ছোট্ট আলোটা যেমন অনেক ছবি তৈরি করে;
যেমন কখনো মনে হয় পাখি উড়ে যাচ্ছে আবার কখন সাপ চলে যাচ্ছে বা আমার কখনো মনে হয় একটা নদী বয়ে চলেছে কখনো বা মনে হয় দুটো পাখি ঠোঁট এঁঠো করে চুমু খাচ্ছে,
কিন্তু এগুলো তো নামহীন, আর আমরা চাইলেও নাম দিয়ে তা বন্দি করতে পারিনা।

কিন্তু আমরা এই পথ চলা টা কে একটা সম্পর্ক বলতে পারি।
অতঃপর মোদ্দাকথা হলো ভালোবাসি, এই সম্পর্ক টা ভালোবাসি।

ভালোবাসি-ভালোবেসো...
                                                                          -------
Copyright ©️ Phoenix Esa.

Photo credit: Pixabay

Comments

Post a Comment

Popular posts from this blog

এমন ভেঙে চুরে ভালো কেউ বাসেনি

টুকরো প্রেমের গল্প

"Forgiveness forgives the forgivable."